শিরোনাম
দরিয়া নগর, বড় ছড়া, কলাতলী, কক্সবাজার সদর
স্থান
ঝিলংজা ইউনিয়নের পশ্চিম পার্শ্বে, সমুদ্র তীরে, কলাতলী, ০১ ওয়ার্ডে, বড়ছড়া নামক স্থানে।
কিভাবে যাওয়া যায়
কক্সবাজার বাস টার্মিনাল হতে সিএনজি, জিপ, টমটম এর মাধ্যমে যাওয়া যায়। ভাড়া : ইউনিয়ন পরিষদ থেকে সিএনজিতে ৫০ টাকা, বিদু্ৎ চালীত গাড়ীতে ৪০ টাকা । কলাতলী মোড় হতে দক্ষিনে প্রাই এক কিলোমিটার গিয়ে এই দরিয়া নগর।
বিস্তারিত
কক্সবাজার সৈকতের পাশ ঘেঁষে এই দর্শণীয় স্থান, এখানে আছে অনেক বছর আগের গুহা, যাহা অনেক গভীর, দীর্ঘ ।
এই স্থান থেকে সৈকতের অপরূপ সূন্দর্য উপেভাগ করা যায়। এবং এখানে রাত্রী যাপন করার জন্য রেয়েছ কটেজ, হোটেল ইত্যাদি।